মোহাম্মদ সেলি,ত্রিশাল থেকে:-ময়মনসিংহের ত্রিশালে নবগঠিত কমিটির আয়োজনে ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) এর ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ত্রিশাল উপজেলা শাখার আয়োজন (২সেপ্টেম্বর) শনিবার বিকেলে ত্রিশাল দরিরামপুর নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ন্যাশনাল প্রেস সোসাইটি ত্রিশাল উপজেলার শাখার সভাপতি মোহাম্মদ সেলিম মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের পরিচালনায় এ সময় অন্যদের মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা জাতীয় পাটির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সুরুজ আলী মন্ডল, উপজেলা জাতীয় পাটির সদস্য সচিব আমিনুল হক সোহেল, এনপিএস ত্রিশাল শাখার সহ সভাপতি মামুনুর রশিদ, সহ সাধারণ সম্পাদক আকরাম হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, তাছলিমা আক্তার, মজিবুর রহমান ফরাজী সহ আরো অনেকে। আলোচনা শেষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।