ময়মনসিংহ ০৩:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

কবি:- মো.সুদীপ্ত মুকুলের “অপয়া আগস্ট”

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ১১:১৩:০২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
  • / ৭১৮ বার পড়া হয়েছে

কবি:- মো.সুদীপ্ত মুকুল:-

অপয়া আগস্ট!!
ক্রোধে চৌচির ফসলি জমিন,
যে কালে-আগস্ট বৃষ্টিহীন।
ধণিক, বণিক, চাষীদের রোষ,
এ দায় আগস্টের, দেয় দোষ।

বিরূপ প্রকৃতি, অতি বর্ষণ,৷৷
দূর্ভোগ, কষ্ট, দু্র্লক্ষণ।
অসীম অসন্তোষ জনমনে,
আচরিত মাসটা অলক্ষুণে।

রবীন্দ্রনাথের প্রয়াণ মাস–
মানে না মানা, অসহ আকাশ।
বারি ঝরঝর কান্নার রোল,
এ মাসেই মহা ঘুমে নজরুল।

ধ্বংস লীলা চলে হিরোশিমায়
গণহত্যা দেখি দিঘলিয়ায়।
জাতির অমানিশি হলোনা ভোর,
অহিনকুলিকা গৃহ শত্রুর।

জীবনাবসান বঙ্গবন্ধুর !!
পনের আগস্ট উনিশ’ পঁচাত্তর
শিশু রাসেল- সপরিবারে খুন
সতত জ্বলছি, নিভেনা আগুন।

রক্তক্ষয়ী গ্র্যানেডের হামলা,
স্তম্ভিত জাতি, এদেশ, বাংলা।
এ মাসে আমার বিশ্বাস নেই,
আছে ঘৃণা, আমৃত্যু থাকবেই।

অপয়া মাসটা আসে বারবার,
তুমি কি আসবে? ফিরে একবার?
দেখে যাও তোমার ঘাতক যারা,
জাতির দন্ডে পঁচে মরে তারা

এসো দূর্ভাগা বাঙালির আপন
অপেক্ষায় শোকার্ত স্বজন।
যদি আসতে, হে পিতা, পারতাম
আগস্ট নামটা! মুছে দিতাম।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

কবি:- মো.সুদীপ্ত মুকুলের “অপয়া আগস্ট”

আপলোড সময়: ১১:১৩:০২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩

কবি:- মো.সুদীপ্ত মুকুল:-

অপয়া আগস্ট!!
ক্রোধে চৌচির ফসলি জমিন,
যে কালে-আগস্ট বৃষ্টিহীন।
ধণিক, বণিক, চাষীদের রোষ,
এ দায় আগস্টের, দেয় দোষ।

বিরূপ প্রকৃতি, অতি বর্ষণ,৷৷
দূর্ভোগ, কষ্ট, দু্র্লক্ষণ।
অসীম অসন্তোষ জনমনে,
আচরিত মাসটা অলক্ষুণে।

রবীন্দ্রনাথের প্রয়াণ মাস–
মানে না মানা, অসহ আকাশ।
বারি ঝরঝর কান্নার রোল,
এ মাসেই মহা ঘুমে নজরুল।

ধ্বংস লীলা চলে হিরোশিমায়
গণহত্যা দেখি দিঘলিয়ায়।
জাতির অমানিশি হলোনা ভোর,
অহিনকুলিকা গৃহ শত্রুর।

জীবনাবসান বঙ্গবন্ধুর !!
পনের আগস্ট উনিশ’ পঁচাত্তর
শিশু রাসেল- সপরিবারে খুন
সতত জ্বলছি, নিভেনা আগুন।

রক্তক্ষয়ী গ্র্যানেডের হামলা,
স্তম্ভিত জাতি, এদেশ, বাংলা।
এ মাসে আমার বিশ্বাস নেই,
আছে ঘৃণা, আমৃত্যু থাকবেই।

অপয়া মাসটা আসে বারবার,
তুমি কি আসবে? ফিরে একবার?
দেখে যাও তোমার ঘাতক যারা,
জাতির দন্ডে পঁচে মরে তারা

এসো দূর্ভাগা বাঙালির আপন
অপেক্ষায় শোকার্ত স্বজন।
যদি আসতে, হে পিতা, পারতাম
আগস্ট নামটা! মুছে দিতাম।