সংবাদ শিরোনাম :  
                                    
                            
                                আজ বীর মুক্তিযোদ্ধা শামছুল হক মেম্বারের ২৩তম মৃত্যু বার্ষিকী
																
								
							
                                
                              							  দৈনিক মুক্তকণ্ঠ									
								
                                
                                - আপলোড সময়: ০৯:১২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
 - / ২৬৬ বার পড়া হয়েছে
 

ষ্টাফ রিপোর্টার:- পশ্চিম ভালুকার বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও জনপ্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা শামছুল হক মেম্বারের আজ ২৩ তম মৃত্যু বার্ষিকী। তিনি ২০০১ সালের ৩১ আগস্ট বার্ধক্য জনিত কারণে মৃত্যু বরণ করেন। মরহুম শামছুল হক মেম্বারের বড় ছেলে মেজর অবঃ শফিকুল ইসলাম জানান, মৃত্যু বার্ষিকী উপলক্ষে ডাকাতিয়া ইউনিয়নের আঙ্গারগাড়া গ্রামে নিজ বাড়ীতে কোর-আন খানি,মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, মরহুম শামছুল হক মেম্বার একাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় অগ্রণী ভ‚মিকা পালন করেন। মরহুম শামছুল হক মেম্বারের পিতা মরহুম আমছর আলী সরকার ডাকাতিয়া ইউনিয়নের প্রেসিডেন্ট ও চেয়ারম্যান ছিলেন।
                                 ট্যাগস : 
                                                            
                   
                        
                            









