শোক দিবসের ছবি পোস্ট করায় হাতিয়া পৌর বিএনপির সভাপতিকে দল থেকে অব্যাহতি

- আপলোড সময়: ০১:১৮:০৭ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
- / ১৯৪ বার পড়া হয়েছে

জিএম ইব্রাহীম,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধিঃ-দলীয় শৃংখলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্র মোতাবেক কাজী মোঃ আবদুর রহিমকে হাতিয়া পৌর বিএনপির সভাপতি সহ সকল পদ থেকে অব্যাহতি প্রদান করে এবং সংগঠনের বৃহত্তর স্বার্থে পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রফেসর আবু শাহাদাত মোঃ মোকাররম বিল্যাহকে হাতিয়া পৌরসভা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) দায়িত্ব দেওয়া হয়েছে। নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার ও সাধারন সম্পাদক এ্যাডভোকেট আবদুর রহমান ২৮ আগস্ট যৌথ স্বাক্ষরিত পৃথক পৃথক চিঠিতে এ আদেশ প্রদান করেন। এই খবরে হাতিয়া পৌর সভার বিভিন্ন ওয়ার্ড়ের বিএনপি ও দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিষ্টি বিতরণ এবং ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে প্রফেসর আবু শাহাদাত মোঃ মোকাররম বিল্যাহকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। উল্লেখিত গত ১৬আগস্ট দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে হাতিয়া পৌর বিএনপির সভাপতি কাজী আবদুল রহিম কে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।