বিশেষ প্রতিনিধি :- ময়মনসিংহের ভালুকায় প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ, জমি দখল, হয়রানি মূলক মামলা দায়ের এর প্রতিবাদ ও এস এম জাহাঙ্গীর আলম এর বিচারের দাবিতে মানববন্ধন করেছে ভালুকা পৌরসভার ৫নং ওয়ার্ড এর এলাকাবাসী ও জাহাঙ্গীরের পিতা। ওই সময় জাহাঙ্গীরের ভাই ও বোনেরাও উপস্থিত ছিলেন। (৩০ আগস্ট) বুধবার দুপুরে ভালুকা উপজেলা পরিষদ এর সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জাহাঙ্গীরের অসুস্থ পিতা সুলতান মিয়া বলেন, তার ছেলে জাহাঙ্গীর প্রতারণার মাধ্যমে জমি বিক্রির ২২ লক্ষ টাকা আত্মসাৎ করার পায়তারা করছে। টাকা আত্মসাতের আভিযোগে তিনি ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। জাহাঙ্গীরের আপন ছোট ভাই হেলাল মিয়া জানান, জাহাঙ্গীর নিজেকে ইটিভি (একুশে টেলিভিশন) এর ভালুকা প্রতিনিধি পরিচয় দিয়ে থাকে। জাহাঙ্গীর ইটিভির সাংবাদিক পরিচয়ে তাদেরকে বিভিন্ন সময় হুমকি ও ভয়-ভিতি প্রদর্শন করে আসছে। হেলাল মিয়া আরো জানান, জমি বিক্রির টাকা চাইলে, জাহাঙ্গীর তাদেরকে বিভিন্ন মিথ্যা মামলায় হয়রাণী করার হুমকি দিয়ে আসছে। মাবনবন্ধনে জাহাঙ্গীরের পিতা সুলতান মিয়া, চাচা-শামছুদ্দিন ও আশরাফুল আলম, জাহাঙ্গীরের ছোট ভাই হেলাল মিয়া, সুমন, বিল্লাল, বোন রিনি ও লিপি এবং ৫নং ওয়ার্ড এর এলাকাবাসী উপস্থিত ছিলেন। এই বিষয়ে ভালুকা মডেল থানার এস.আই সাইফুল ইসলাম জানান, ওসি স্যারের এর নির্দেশে উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে। উভয় পক্ষের বক্তব্য শুনার পর পরবর্তি পদক্ষেপ নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2023 মুক্তকণ্ঠ. All rights reserved.