ময়মনসিংহ ০৮:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ভালুকায় বনবিভাগের সৃজিত চারা বার বার উপড়িয়ে বনভূমি জবরদখলের অভিযোগ শামীম আহমেদ গংদের বিরুদ্ধে

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ০৭:৩২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩
  • / ২০৫ বার পড়া হয়েছে

ভালুকা প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকা রেঞ্জের হবিরবাড়ী বিটের অধীনে ধামশুর মৌজার ৯৭৮ দাগে বনবিভাগের সৃজিত বাগানের ৪ হাজার চারা এই পর্যন্ত তিনবার উপড়িয়েছে দুর্বৃত্তরা এতে বনবিভাগের কয়েক কোটি টাকা মূল্যের উদ্ধার হওয়া বনভূমি পুনরায় জবরদখলের পায়তারা করার অভিযোগ উঠেছে। বনবিভাগ সুত্রে জানা যায়, ধামশুর মৌজার ৯৭৮ দাগে মোট ভূমি ১১.৫৪ একর এর মধ্যে বনভূমি ৮.৬০ একর। ৪ একর বন ভূমি শামীম আহমেদ দীর্ঘদিন যাবৎ জবর দখল করে রেখেছিলো। জবর দখলকৃত কয়েক কোটি টাকা মূল্যের বনভূমি উদ্ধার করে এইবারসহ চারবার চারা রোপণ করে বনবিভাগ। (২৮আগস্ট) সোমবার রাতে উক্ত জমি থেকে বন বিভাগের রোপণ কৃত ৪ হাজার আকাশ মনি চারা পুনরায় উপরে ফেলা হয়। ২৯ আগস্ট মঙ্গলবার সকাল থেকে হবিরবাড়ী বিট অফিসার মোঃ আশরাফুল আলম খানের নেতৃত্বে পূণরায় ঐ জমিতে চারা রোপণ কাজ শুরু করে বন বিভাগ। এর আগে প্রথম বার গত ২৫জুন উক্ত বনভূমিতে চারা রোপণ করেছিলো বনবিভাগ। এ নিয়ে উক্ত জমিতে চতুর্থবার বন বিভাগ চারা রোপণ করলো। রোপণ কৃত চারা উপরে ফেলার বিষয়টি অস্বীকার করে শামীম আহমেদ বলেন, আমি বনের জমি দখল করি নাই। আমার সত্য জমি বন বিভাগ শুধুমাত্র চয়েস লিষ্ট এর বলে অন্যায় ভাবে দাবী করে আমাকে হয়রানী করছে। তিনি বলেন, আমি বন বিভাগের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে নিষেদাজ্ঞা দাবী করলে বিজ্ঞ আদালত আমার পক্ষে অস্থায়ী নিষেদাজ্ঞা প্রদান করেন। মঙ্গলবার পুনরায় ময়মনসিংহ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আ.ন.ম আব্দুল ওয়াদুদ’র নির্দেশে পুনরায় চারা রোপন করেন স্থানীয় বনবিভাগ। এসময় ভালুকা রেঞ্জের হবিরবাড়ী বিট অফিসার আশরাফুল আলম খান বলেন জবর দখল কারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। খুব শিগ্রই দখদারিদের বনআইনে মামলা দেয়া হবে। এবং জবর দখল কারীরা যত শুক্তিশালীই হোক তাদের দখল থেকে সরকারী সম্পত্তি আইনি প্রক্রিয়ার মাধ্যমে উদ্ধার করা হবে। যারা বন বিভাগের রোপণ কৃত চারা উপরে ফেলে সরকারী বন ভূমি জবর দখলের পায়তারা করছে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

ভালুকায় বনবিভাগের সৃজিত চারা বার বার উপড়িয়ে বনভূমি জবরদখলের অভিযোগ শামীম আহমেদ গংদের বিরুদ্ধে

আপলোড সময়: ০৭:৩২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩

ভালুকা প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকা রেঞ্জের হবিরবাড়ী বিটের অধীনে ধামশুর মৌজার ৯৭৮ দাগে বনবিভাগের সৃজিত বাগানের ৪ হাজার চারা এই পর্যন্ত তিনবার উপড়িয়েছে দুর্বৃত্তরা এতে বনবিভাগের কয়েক কোটি টাকা মূল্যের উদ্ধার হওয়া বনভূমি পুনরায় জবরদখলের পায়তারা করার অভিযোগ উঠেছে। বনবিভাগ সুত্রে জানা যায়, ধামশুর মৌজার ৯৭৮ দাগে মোট ভূমি ১১.৫৪ একর এর মধ্যে বনভূমি ৮.৬০ একর। ৪ একর বন ভূমি শামীম আহমেদ দীর্ঘদিন যাবৎ জবর দখল করে রেখেছিলো। জবর দখলকৃত কয়েক কোটি টাকা মূল্যের বনভূমি উদ্ধার করে এইবারসহ চারবার চারা রোপণ করে বনবিভাগ। (২৮আগস্ট) সোমবার রাতে উক্ত জমি থেকে বন বিভাগের রোপণ কৃত ৪ হাজার আকাশ মনি চারা পুনরায় উপরে ফেলা হয়। ২৯ আগস্ট মঙ্গলবার সকাল থেকে হবিরবাড়ী বিট অফিসার মোঃ আশরাফুল আলম খানের নেতৃত্বে পূণরায় ঐ জমিতে চারা রোপণ কাজ শুরু করে বন বিভাগ। এর আগে প্রথম বার গত ২৫জুন উক্ত বনভূমিতে চারা রোপণ করেছিলো বনবিভাগ। এ নিয়ে উক্ত জমিতে চতুর্থবার বন বিভাগ চারা রোপণ করলো। রোপণ কৃত চারা উপরে ফেলার বিষয়টি অস্বীকার করে শামীম আহমেদ বলেন, আমি বনের জমি দখল করি নাই। আমার সত্য জমি বন বিভাগ শুধুমাত্র চয়েস লিষ্ট এর বলে অন্যায় ভাবে দাবী করে আমাকে হয়রানী করছে। তিনি বলেন, আমি বন বিভাগের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে নিষেদাজ্ঞা দাবী করলে বিজ্ঞ আদালত আমার পক্ষে অস্থায়ী নিষেদাজ্ঞা প্রদান করেন। মঙ্গলবার পুনরায় ময়মনসিংহ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আ.ন.ম আব্দুল ওয়াদুদ’র নির্দেশে পুনরায় চারা রোপন করেন স্থানীয় বনবিভাগ। এসময় ভালুকা রেঞ্জের হবিরবাড়ী বিট অফিসার আশরাফুল আলম খান বলেন জবর দখল কারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। খুব শিগ্রই দখদারিদের বনআইনে মামলা দেয়া হবে। এবং জবর দখল কারীরা যত শুক্তিশালীই হোক তাদের দখল থেকে সরকারী সম্পত্তি আইনি প্রক্রিয়ার মাধ্যমে উদ্ধার করা হবে। যারা বন বিভাগের রোপণ কৃত চারা উপরে ফেলে সরকারী বন ভূমি জবর দখলের পায়তারা করছে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।