রবিবার, ০৫ মে ২০২৪, ০৭:০৪ অপরাহ্ন

ভালুকায় ফিসারীতে বৈদ্যুতিক তার পরে পাঁচ লাখ টাকার মাছের ক্ষতি, থানায় অভিযোগ

  • আপডেট টাইম : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩, ৯.৫৩ এএম
  • ২৫২ বার পাঠিত

শাহিদুজ্জামান সবুজ,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকায় একটি ফিসারীতে বৈদ্যুতিক তার পরে পাঁচ লাখ টাকার মাছের ক্ষতি হয়েছে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী। শুক্রবার (২৫ আগষ্ট) বিকালে ভালুকার পৌরসভার ৯নং ওয়ার্ড কাঠালী এলাকায় মৃত সুর্য্যত আলীর ছেলে জসীম উদ্দিনের ফিসারীতে ঘটনাটি ঘটে। থানায় করা অভিযোগ সূত্রে জানাযায়, ফিসারীর উপর দিয়ে অনিরাপদ ভাবে ওই এলাকার স্বপন মিয়া (৪৫) তার বড়ীতে বিদ্যুৎ তারের সংযোগ দেয়। ঘটনার দিন সামান্য বৃষ্টিতে ঝুলন্ত ওই বৈদ্যুতিক তার ফিসারীতে পরলে ফিসারীতে থাকা মাছ মরতে থাকে। এসময় ফিসারীর কর্মচারী অর্জুন নামে এক যুবক পানিতে নামতে চাইলে পানি বিদ্যুৎ পরিবাহী হয়ে সে মারাত্মক আহত হয়। এ ঘটনায় ফিসারী মালিক জসীম উদ্দিন জানায়, বেশ কয়েকদিন যাবত অভিযোগ স্বপনকে বৈদ্যুতিক লাইন নিরাপদে রাখার কথা বললে স্বপন উল্টো তাকে নানা ধরনের হুমকি প্রদান করে। বিষয়টি নিয়ে অভিযোক্ত স্বপনের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে ঘটনার বিষয়ে কোনো বক্তব্য দিতে পারবে না বলে ফোন কেটে দেন। এ ঘটনায় ভালুকা মডেল থানার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

আরো পড়ুন.....

greenaronno.com

themes052459
© All rights reserved © 2018 মুক্তকণ্ঠ
Theme Download From Bangla Webs