ভালুকায় সড়ক দুর্ঘটনায় অটোচালকের মৃত্যু
- আপলোড সময়: ১০:২৭:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩
- / ১৭৪ বার পড়া হয়েছে
ষ্টাফ রিপোর্টার:- ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাত নয়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার মেহরাবাড়ী তালতলা মোড় এলাকায়। নিহত শেরপুর শ্রীবর্দী উপজেলার চর হাবর গ্রামের চাঁন মিয়ার ছেলে মোঃ হেলাল উদ্দিন (২৭)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, ময়মনসিংহ থেকে ঢাকা গামী একটি অজ্ঞাত হাইচ্ অটোরিকশাকে পিছনে ধাক্কা দিলে অটোরিকশা মহাসড়ক থেকে ছিটকে পড়ে ধুমড়ে মুচড়ে যায়। এ সময় চালক হেলাল উদ্দিন গুরুত্বর আহত হয়, স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এ তথ্য নিশ্চিত করেছে নিহতের বন্ধু সাদ্দাম হোসেন। ভরাডোবা হাইওয়ে পুলিশ জানান, গতকাল রাতে দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে অটোরিকশা স্থানীয় একজনের জিম্মায় রাখা হয়েছে, তবে মারা গেছে কি-না আমরা জানিনা।