জাতীয় পুরুস্কার প্রাপ্ত হাফেজ আফফানকে ত্রিশালে গণ-সংবর্ধনা

- আপলোড সময়: ০১:১২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
- / ২২৮ বার পড়া হয়েছে

মোহাম্মদ সেলিম ত্রিশাল থেকেঃ- জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে বাংলাদেশে প্রথম স্থান অর্জনকারী হাফেজ আফফান বিন সিরাজকে ময়মনসিংহের ত্রিশালে সংবর্ধনা প্রদান করা হয়েছে। হাফেজ আফফান বিন সিরাজ ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের ছোটপুল এলাকার মাওলানা সিরাজুল ইসলামের ছেলে। জানাগেছে, চলতি মাসের ১৩ আগস্ট ধর্ম মন্ত্রনালয়ের তত্ত্বাবধানে ও বাংলাদেশ দ্বীনিসেবা ফাউন্ডেশনের আয়োজনে সারাদেশে থেকে ৬০ হাজার প্রতিযোগিদের বাছাই শেষে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জণকারী হাফেজ আফফান বিন সিরাজকে প্রথম পুরস্কার তুলে দেন। বুধবার (২৩ আগস্ট) বিকালে বালিপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী। বালিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ বাদলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সম্পাদক নবী নেওয়াজ সরকার, উপজেলা আওয়ামীলীগ নেতা ফজলে রাব্বী,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হামিদুর রহমান,উপজেলা আওয়ামী লীগ সাবেক যুগ্ন আহবায়ক এএন এম শোভা মিয়া আকন্দ, পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ন আহবায়ক মোখছেদুল আমিন,মাওলানা সিরাজুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ ।