জাতীয় শোক দিবসে ত্রিশালে আলোচনা সভা ও গণভোজ
- আপলোড সময়: ১১:৫১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
- / ২১২ বার পড়া হয়েছে
মোহাম্মদ সেলিম,ত্রিশাল থেকে:-ময়মনসিংহের ত্রিশালে সদর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে চকপাচপাড়া কারিগরি কলেজ মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা দোয়া ও গনভোজের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বিকালে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রিশাল থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল মতিন সরকার, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ত্রিশাল থেকে বারবার নির্বাচিত বি আর ডিবির চেয়ারম্যান নবী নেওয়াজ সরকার, উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ এন এম শোভা মিয়া আকন্দ, আওয়ামী লীগের সিনিয়র নেতা ফজলে রাব্বী, মঠবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ, বৈলর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাজাহান কবীর, ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা হাসান মাহমুদ প্রমূখ। ত্রিশাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান শহীদ সোহেল। সভা শেষে দোয়া এবং প্রায় ৩ হাজার জনগনের মাঝে উন্নতমানের খাবার বিতরন করা হয়।