মোহাম্মদ সেলিম,ত্রিশাল থেকে:-ময়মনসিংহের ত্রিশালে উপজেলা যুবলীগের অন্যতম যুব নেতা,ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান মাহমুদ এর উদ্যোগে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও সহকর্মীদের উপর ২১ শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে মোটরসাইকেল শোভাযাত্রা আলোচনা সভা দোয়া ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে এ উপলক্ষে যুবলীগ নেতা হাসান মাহমুদ এর নেতৃত্বে একটি বিশাল মোটর সাইকেল শুভ যাত্রা ঢাকা ময়মনসিংহ রোডের প্রায় ২০ কিলোমিটার রাস্তা সহ পৌর শহরের বিভিন্ন রোড প্রদক্ষিন করেন। মোটরসাইকেল শোভাযাত্রা শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রিশাল থেকে নির্বাচিত সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী। এ সময় আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বি আর ডিবির বার বার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ নবী নেওয়া সরকার, উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন আহ্বায়ক এ এন এম শোভা মিয়া আকন্দসহ স্থানীয় নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন ত্রিশাল উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান শহীদ সোহেল। আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।