ত্রিশালে জাতীয় শোক দিবস পালন
- আপলোড সময়: ১০:৫৯:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩
- / ১৫৭ বার পড়া হয়েছে
মোহাম্মদ সেলিম,ত্রিশাল থেকে:- ময়মনসিংহের ত্রিশালে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। (১৫আগষ্ট) বিকালে উপজেলার বালিপাড়া ইউনিয়নের বাহাদুর পুর এলাকায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম ও আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান খানের উদ্যোগে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স খান ফিলিং স্টেশন চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম মোঃ শামছুদ্দিন। মনোনয়ন প্রত্যাশী হাবিবুর রহমান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা ফজলে রাব্বানী, বালিপাড়া ইউনিয় আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ইসমাইল হোসেন, আওয়ামী লীগ নেতা এম.এ বাতেন, বিশিষ্ট ক্রীড়া ব্যাক্তিত্ব আশরাফুল তালুকদার দুলু প্রমুখ। আলোচনা শেষে সাধারন মানুষের মাঝে উন্ততমানের খাবার বিতরন, বিশেষ মোনাজাত ও সকালে কোরআন খতমের আয়োজন করা হয়।