সোমবার, ০৬ মে ২০২৪, ০১:৪৮ পূর্বাহ্ন

ভালুকায় পলাশ ফিলিং স্টেশনে তেল পরিমাপে কম দেয়ায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

  • আপডেট টাইম : বুধবার, ৯ আগস্ট, ২০২৩, ১১.৪০ এএম
  • ১৬৪ বার পাঠিত

ষ্টাফ রিপোর্টার:- ময়মনসিংহের ভালুকায় গ্রাহককে জ্বালানি তেল পরিমাপে কম দেয়ায় ৫০ (পঞ্চাশ) হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার সিডস্টোর উত্তর বাজারের পলাশ ফিলিং স্টেশনকে এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোমাইয়া আক্তার। জানা যায়, গত সোমবার (০৭আগস্ট) বিকালে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় ও উপজেলা নির্বাহী অফিসারের তত্তাবধানে, ভালুকা মডেল থানার পুলিশ এবং বিএসটিআই কর্মকর্তার সহযোগিতায় ভ্রাম্যমান আদালত উপজেলার ভরাডোবা এস এন এস ফিলিং স্টেশন, ভালুকা সদরের এ আর ফিলিং স্টেশনে অভিযান পরিচালা করে তেলের পরিমাপ ঠিক পায়। পরে তারা হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর উত্তর বাজার এলাকায় অবস্থিত পলাশ ফিলিং স্টেশন থেকে গ্রাহকদেরকে জ্বালানি তেল পরিমাপে কম দেয়ার অপরাধে নগদ ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার জানান, জনস্বার্থে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কার্যক্রম চলমান থাকবে।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

আরো পড়ুন.....

greenaronno.com

themes052459
© All rights reserved © 2018 মুক্তকণ্ঠ
Theme Download From Bangla Webs