ঐক্য, সংগ্রাম ও সহনশীলতার প্রতীক ছিলেন বঙ্গমাতা
- আপলোড সময়: ০১:২৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩
- / ১৬৪ বার পড়া হয়েছে
মোহাম্মদ সেলিম, ত্রিশাল থেকে:- বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন ঐক্য, সংগ্রাম ও সহনশীলার প্রতীক। তাঁর আদর্শ ও চেতনাকে ধারণ করে আমাদেরও একসঙ্গে এই বিশ্ববিদ্যালয়কে একটি স্মার্ট ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে হবে বলে উল্লেখ করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর।
তিনি বলেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল চালুর আগে শিক্ষার্থীরা দাবি করেছিল থাকার জন্য নূন্যতম সুবিধার ব্যবস্থা করতে তিন সপ্তাহের সময় দিয়েছিলাম। শিক্ষার্থীদের দাবীর কথানুযায়ী ২০ দিনের মধ্যেই এই দুই হলে শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা করি হয়েছে। আমি জানি এই হলে যেসকল সুবিধা থাকার কথা তা এখনও নেই। কিন্তু মনে রাখতে হবে একের পর দুই হয়, পঞ্চাশ নয়। তাই সময় দিতে হবে, বঙ্গমাতার আদর্শকে ধারণ করে আমাদের সহনশীল হতে হবে। ধৈর্য ধারণ করে আমাদের কাজ করার পরিবেশ দিতে হবে। আমাদের প্রাধান্য তালিকা রয়েছে, একে একে সবই হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, তোমরা বিভ্রান্তির চোরাবালিতে পা দিবে না। আমাদের বিশ্ববিদ্যালয় একটি পরিবার, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উন্নয়নে তাই পরিবাররের সকল সদস্যের অংশগ্রহণ জরুরি।
সংগ্রাম-স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা’ শ্লোগানকে সামনে রেখে ০৮ আগস্ট ২০২৩ তারিখ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল কর্তৃক আয়োজিত ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলোচনা সভার শুরুতে মাননীয় উপাচার্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। আলোচনা সভায় তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সকল শহিদ এবং ৩ নভেম্বরে জেল হত্যা দিবসে নিহত নেতাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও আলোচনা সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন নজরুল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর এবং প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জী প্রমূখ। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের অধ্যক্ষ নুসরাত শারমিন আলোচনা সভায় সভাপতিত্ব করেন। এসময় কর্মকর্তা,শিক্ষক ও বিভিন্ন হলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।