মোহাম্মদ সেলিম, ত্রিশাল থেকেঃ- ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কালির বাজার উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্কুল এন্ড কলেজের জমি সংক্রান্ত বিষয়ে কাঠাল ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে সোমবার দুপুরে ত্রিশাল প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কালির বাজার উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা ফজলে রাব্বী। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, কাঁঠাল ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা রাশেদুল ইসলাম কর্তৃক বিদ্যালয়ের ভোগ দখলকৃত. ৭৭ একর কৃষি জমি সংক্রান্ত উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে ভুল তথ্য পরিবেশনের মাধ্যমে কালির বাজার এলাকায় এক নাটকীয় ও সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি করেন। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, উপরোল্লিখিত. ৭৭একর কৃষি জমি দীর্ঘ ৫৩ বছর আগে জনৈক যোগেশ চন্দ্র গং এর কাজ থেকে কালির বাজার উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক সাফকাওলা দলিল মূলে ক্রয় করে অদ্যবধি ভোগ দখলে রয়েছে। অভিযোগে জানাগেছে জমি সংক্রান্ত বিষয়ে ২০১৩ সালে ময়মনসিংহ আদালতে মামলা দায়ের করা হয়। ৯বছর মমলা চলার পর ২০২৩ সালের ২২ জুন স্কুলের পক্ষে ময়মনসিংহ আদালত রায় প্রকাশ করেন। এসময় কালির বাজার উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষক শিক্ষিকা ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.