ময়মনসিংহ ০৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ফলোআপ! ভালুকায় অনুমতি ছাড়া সরকারী স্কুলের ভবন ভাঙ্গার অভিযোগ ধামাচাপা দিতে মরিয়া শিক্ষা অফিস

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ১২:৫০:৩০ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩
  • / ১৯৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকায় অনুমতি ছাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন ভাঙ্গা ও মালামাল আত্মসাতের অভিযোগের ঘটনাকে ভিন্নদিকে প্রবাহিত করতে ও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মকে ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠার অভিযোগ উঠেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও দাতা আবুল কালাম আজাদ তালুকদার জানান, তিনি গত ৯ জুলাই অনুমতি ছাড়া বিদ্যালয়ের ভবন ভাঙ্গা ও মালামাল আত্মসাতের অভিযোগ এনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুপুর আক্তারের বিরুদ্ধে উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বরাবরে অভিযোগ দায়ের করেন। ঐ অভিযোগের প্রেক্ষিতে গত ১০ জুলাই উপজেলা আইন শৃঙ্খলা কমিটিতে আলোচনার পর ৫সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন উপজেলা নির্বাহী অফিসার। গত ১৭ জুলাই তদন্ত কমিটি সরেজমিনে তদন্ত করেন। কিন্তু সরেজমিনে তদন্তকালে তদন্তকমিটির ভূমিকায় বাদী পক্ষ অসন্তুষ্ট হয়ে পুনঃতদন্তের দাবীতে ১৯ জুলাই উপজেলা নির্বাহী অফিসার বরাবর আরেকটি আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে গত ৩১ জুলাই উপজেলা নির্বাহী অফিসার সরেজমিন পরিদর্শনে জান। পরিদর্শন কালে প্রায় আড়াই বছর যাবত বিদ্যালয়ের ম্যানেজিক কমিটি না থাকার কথা শুনে তিনি বিস্ময় প্রকাশ করেন এবং এর কারণ জানতে চান। অপরদিকে জলাবদ্ধতা নিরসনে বন্ধ হয়ে থাকা সরকারী কালভার্টের মুখটি খোলে দেওয়ার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান মুশফিকুর রহমান লিটনকে তাৎক্ষনিক নির্দেশ প্রদান করেন। এব্যাপারে জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শফিউল হক জানান, ভবন ভাঙ্গার বিষয়ে সুনির্দিষ্ট বিধি রয়েছে, বিধি বর্হিভূত ভাবে ভবন ভাঙ্গার কোন সুযোগ নাই। উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহমেদ জানান, বিধি সম্মত ভাবে বিদ্যালয়ের ভবন ভাঙ্গা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। স্কুলের ম্যানেজিং কমিটি গঠনের জন্য উপজেলা শিক্ষা অফিসকে নির্দেশনা প্রধান করা হয়েছে।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

ফলোআপ! ভালুকায় অনুমতি ছাড়া সরকারী স্কুলের ভবন ভাঙ্গার অভিযোগ ধামাচাপা দিতে মরিয়া শিক্ষা অফিস

আপলোড সময়: ১২:৫০:৩০ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩

বিশেষ প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকায় অনুমতি ছাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন ভাঙ্গা ও মালামাল আত্মসাতের অভিযোগের ঘটনাকে ভিন্নদিকে প্রবাহিত করতে ও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মকে ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠার অভিযোগ উঠেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও দাতা আবুল কালাম আজাদ তালুকদার জানান, তিনি গত ৯ জুলাই অনুমতি ছাড়া বিদ্যালয়ের ভবন ভাঙ্গা ও মালামাল আত্মসাতের অভিযোগ এনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুপুর আক্তারের বিরুদ্ধে উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বরাবরে অভিযোগ দায়ের করেন। ঐ অভিযোগের প্রেক্ষিতে গত ১০ জুলাই উপজেলা আইন শৃঙ্খলা কমিটিতে আলোচনার পর ৫সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন উপজেলা নির্বাহী অফিসার। গত ১৭ জুলাই তদন্ত কমিটি সরেজমিনে তদন্ত করেন। কিন্তু সরেজমিনে তদন্তকালে তদন্তকমিটির ভূমিকায় বাদী পক্ষ অসন্তুষ্ট হয়ে পুনঃতদন্তের দাবীতে ১৯ জুলাই উপজেলা নির্বাহী অফিসার বরাবর আরেকটি আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে গত ৩১ জুলাই উপজেলা নির্বাহী অফিসার সরেজমিন পরিদর্শনে জান। পরিদর্শন কালে প্রায় আড়াই বছর যাবত বিদ্যালয়ের ম্যানেজিক কমিটি না থাকার কথা শুনে তিনি বিস্ময় প্রকাশ করেন এবং এর কারণ জানতে চান। অপরদিকে জলাবদ্ধতা নিরসনে বন্ধ হয়ে থাকা সরকারী কালভার্টের মুখটি খোলে দেওয়ার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান মুশফিকুর রহমান লিটনকে তাৎক্ষনিক নির্দেশ প্রদান করেন। এব্যাপারে জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শফিউল হক জানান, ভবন ভাঙ্গার বিষয়ে সুনির্দিষ্ট বিধি রয়েছে, বিধি বর্হিভূত ভাবে ভবন ভাঙ্গার কোন সুযোগ নাই। উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহমেদ জানান, বিধি সম্মত ভাবে বিদ্যালয়ের ভবন ভাঙ্গা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। স্কুলের ম্যানেজিং কমিটি গঠনের জন্য উপজেলা শিক্ষা অফিসকে নির্দেশনা প্রধান করা হয়েছে।