মোহাম্মদ সেলিম, ত্রিশাল থেকেঃ+ ময়মনসিংহের ত্রিশালে উপজেলা সম্প্রসারিতপ্রশাসনিক ভবনের নতুন ৪ তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন ও হলরুমের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১জুলাই) বিকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রনালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ত্রিশাল থেকে নির্বাচিত সাংসদ হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী। প্রশাসনিক সূত্রে জানাগেছে, উপজেলা সম্প্রসারণ প্রশাসনিক ভবনটি ৭ কোটি ২২লক্ষ টাকা ব্যয়ে চার তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন নির্মাণ করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ভবনটি নির্মানে ঠিকাদারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবেন মেসার্স এম আই ট্রেডিং এন্ড কোং। ত্রিশাল উপজেলা নির্বাহি কর্মকর্তা জুয়েল আহামেদ এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেক সাংসদ আব্দুল মতিন সরকার, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক নবী নেওয়াজ সরকার, ভাইস চেয়ারম্যান হুমায়ূন কবীর আকন্দ, মাহমুদা খানম রুমা, ত্রিশাল উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান শহীদ সোহেল প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ মনিরুজ্জামান।