ময়মনসিংহ ১২:০২ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ভালুকায় ছেলের বটির আঘাতে মা খুন

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ০৬:৩৫:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
  • / ১৭৩ বার পড়া হয়েছে

ভালুকা প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকায় বখাটে ছেলে জনির (২০) হাতে রুপিনা বেগম (৫৫) নামের এক মা খুনহয়েছেন। ঘটনার পর ঘাতক ছেলে এলাকা ছেড়ে পালিয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটিউদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২৬ জুলাই) রাত আটটায় উপজেলারখারুয়ালী গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, জনি বখাটে ও নেশাগ্রস্ত যুবক। নেশার টাকা না পেয়ে বটি দা দিয়েবসতঘরের বারান্দায় চেয়ারে বসে থাকা অবস্থায় তার মাকে ঘারের বাম পাশে কুপ দিলেঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে ঘাতক ছেলে পলাতক রয়েছে।

নিহত রুপিনা বেগম খারুয়ালী গ্রামের মৃত শাহাবুদ্দিন শাহুর স্ত্রী। রুপিনা বেগম চার সন্তানেরজননী, তার স্বামীর মৃত্যুর পর বড় ছেলে সুজনের আয়ে সংসার চলতো. টানা পোরুনে কোনরকমে চলতো তাদের সংসার বড় ছেলে সুজন পেশায় মাছ পরিবহণকারী গাড়ির শ্রমিকপুলিশঘটনা স্থল থেকে বটি দা উদ্ধার করে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান নিহতের লাশ উদ্ধার করাহয়েছে। ঘাতক ছেলেকে গ্রেফতারে অভিযান চলছে।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

ভালুকায় ছেলের বটির আঘাতে মা খুন

আপলোড সময়: ০৬:৩৫:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩

ভালুকা প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকায় বখাটে ছেলে জনির (২০) হাতে রুপিনা বেগম (৫৫) নামের এক মা খুনহয়েছেন। ঘটনার পর ঘাতক ছেলে এলাকা ছেড়ে পালিয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটিউদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২৬ জুলাই) রাত আটটায় উপজেলারখারুয়ালী গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, জনি বখাটে ও নেশাগ্রস্ত যুবক। নেশার টাকা না পেয়ে বটি দা দিয়েবসতঘরের বারান্দায় চেয়ারে বসে থাকা অবস্থায় তার মাকে ঘারের বাম পাশে কুপ দিলেঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে ঘাতক ছেলে পলাতক রয়েছে।

নিহত রুপিনা বেগম খারুয়ালী গ্রামের মৃত শাহাবুদ্দিন শাহুর স্ত্রী। রুপিনা বেগম চার সন্তানেরজননী, তার স্বামীর মৃত্যুর পর বড় ছেলে সুজনের আয়ে সংসার চলতো. টানা পোরুনে কোনরকমে চলতো তাদের সংসার বড় ছেলে সুজন পেশায় মাছ পরিবহণকারী গাড়ির শ্রমিকপুলিশঘটনা স্থল থেকে বটি দা উদ্ধার করে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান নিহতের লাশ উদ্ধার করাহয়েছে। ঘাতক ছেলেকে গ্রেফতারে অভিযান চলছে।