সংবাদ শিরোনাম :  
                                    
                            
                                ভালুকায় সেচ দেওয়ার সময় পানিতে বিদ্যুৎতায়ীত হয়ে কৃষকের মৃত্যু
																
								
							
                                
                              							  দৈনিক মুক্তকণ্ঠ									
								
                                
                                - আপলোড সময়: ০৪:৪৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩
 - / ২৯০ বার পড়া হয়েছে
 

শাহিদুজ্জামান সবুজ,ভালুকা প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকায় ফসলি জমিতে সেচ দেওয়ার সময় পানিতে বিদ্যুৎতায়িত হয়ে রানা (৪৫) নামে কৃষকের মৃত্যু হয়েছে। নিহত রানা শেরপুর জেলার শ্রীবর্দী এলাকার সাইদুর রহমানের ছেলে।
(২৩ জুলাই) রবিবার বিকালে উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের মামারিশপুর এলাকার বইরমা বাড়ী পুকুর থেকে ফসলি জমিতে সেচ দেওয়ার সময় দূর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, নিহত রানা উপজেলার মামারিপুর এলাকায় বইরমা বাড়ীর পুকুরের কাছে একটি জমি বর্গা নিয়ে তাতে আমন ধানের চাষ করতো। ঘটনার দিন বিকালে ওই ফসলি জমিতে সেচ পাম্প দিয়ে পুকুর থেকে পানি দেওয়ার সময় অসাবধানতার কারণে পুকুরের পানি বিদ্যুৎ পরিবাহী হয়। রানা ওই পুকুরে নামলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পুকুরেই মারা যান।
ঘটনার পর পুকুরের পানিতে রানার লাশ ভাসতে দেখে স্থানীয়রা বিদ্যুৎ পৃষ্টে মৃত্যুর বিষয়টি বুঝতে পারে। স্থানীয়রা নিহতের পরিবারকে বিষয়টি অবগত করলে পরিবারের লোকজন পুকুর থেকে মৃত অবস্থায় তার লাশ উদ্ধার করে।
এ ঘটনায় স্থানীয়রা থানায় খবর দিলে ভালুকা মডেল থানা পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন।
                                 ট্যাগস : 
                                                            
                   
                        
                            









