ভালুকায় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে ডাঃ মোনাসিরের মতবিনিময় ও গণসংযোগ
- আপলোড সময়: ১২:৫৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩
- / ৩৩৫ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি:- আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় আওয়ামীলীগের তৃণমুল নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও গণসংযোগ করেন ভালুকা থেকে চার চারবারের সাবেক সংসদ সদস্য, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী প্রয়াত অধ্যাপক ডাঃ এম আমান উল্লাহ’র ছেলে ডাঃ মোনাসিার সাকিফ আমান উল্লাহ।এ উপলক্ষে ২১ জুলাই শুক্রবার বিকেলে উপজেলার মেদুয়ারী ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে মতবিনিময় গণসংযোগকরেন। মতবিনিময় কালে ডাঃ মোনাসির সাকিফ আমান উল্লাহ, সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়, উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দিতে তিনি, সকলের প্রতি আহবান জানান।ডাঃ মোনাসির সাকিফ আমান উল্লাহ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাদার অব হিউম্যানিটি শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রায় স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার কাজ করে যাচ্ছে।সকল ভেদাভেদ ভুলে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে শেখ হাসিনার মনোনীত প্রাথীকে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে, স্মার্ট বাংলাদেশ গঠনে সকলের সমর্থন ও সহযোগীতা কামনা করেন।এসময় উপস্থিতিত ছিলেন, বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, জনপ্রতিনিধি সহ মেদুয়ারী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মাস্টার, আওয়ামীলীগ নেতা আফতাব উদ্দিন মোল্লাহ, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মাজহার মাস্টার প্রমুখ।বরাইদ জামে মসজিদে জুমার নামাজ আদায় ও স্থানীয় আওয়ামীলীগ নেতা আব্দুল মালেক মিয়ার নামাজে জানাযা নামাজে অংশ গ্রহন করেন ডাঃ মোনাসির সাকিফ আমান উল্লাহ।