বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৪ পূর্বাহ্ন

ভালুকায় অর্ধশতকোটি টাকা মূল্যের বেদখল হওয়া বনভূমি উদ্ধার করে চারা রোপণ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩, ৬.১৬ এএম
  • ১১৩ বার পাঠিত

শফিকুল ইসলাম সবুজ:- ময়মনসিংহ বনবিভাগের ভালুকা রেঞ্জের হবিরবাড়ী বিটের অধিনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ঘেঁষা হবিরবাড়ী মৌজার ১৯নং দাগে জবরদখলীকৃত অর্ধশত কোটি টাকা মূল্যের প্রায় দুই একর বনভূমি উদ্ধার করে সামাজিক বনায়ন করা হয়। বনবিভাগ সুত্রে জানাযায় মঙ্গলবার (১১জুলাই) দিনব্যাপী উদ্ধার হওয়া বনভূমিতে দুই হাজার বিভিন্ন প্রজাতির বনজ চারা রোপন করা হয়।হবিরবাড়ী মৌজার ১৯নং দাগে মোট ভূমির পরিমান ৫৩.৬১ একর যার পুরোটাই গেজেট বিজ্ঞপ্তিত বনভূমি। উক্ত বনভূমি জনৈক সারোয়ার রব্বানী দীর্ঘদিন যাবৎ জবরদখল করে রেখেছিল।হবিরবাড়ী বিট অফিসার আশরাফুল আলম খান বলেন দীর্ঘদিন যাবৎ জবরদখল হওয়া বনভূমি উদ্ধার করে সামাজিক বনায়নে দুই হাজার বিভিন্ন প্রজাতির বনজ চারা রোপন করা হয়েছে। এ সময় হবিরবাড়ী বিট ও মেহেরাবাড়ী কেম্পের সকল ফরেস্ট গার্ড উপস্থিত ছিলেন।হবিরবাড়ী বিট অফিসার আশরাফুল আলম খান আরও বলেন আমাদের এ উদ্ধার অভিযান একটি চলমান প্রক্রিয়া যা আগামী দিনেও অব্যহত থাকবে।পর্যায় ক্রমে সকল বে-দখল হওয়া বনভূমি উদ্ধার করে সামাজিক বনায়ন করা হবে। দলখদারদের বিরুদ্ধে বনআইনে মামলা প্রক্রিয়াধীন।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

আরো পড়ুন.....

greenaronno.com

themes052459
© All rights reserved © 2018 মুক্তকণ্ঠ
Theme Download From Bangla Webs