সংবাদ শিরোনাম :  
                                    
                            
                                হাতিয়ায় পানিতে ভাসমান দুই শিশুর লাশ উদ্ধার
																
								
							
                                
                              							  দৈনিক মুক্তকণ্ঠ									
								
                                
                                - আপলোড সময়: ০৪:০৫:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩
 - / ২৬১ বার পড়া হয়েছে
 

জিএম ইব্রাহীম, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধিঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নে বিলের পানিতে দুই শিশুর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার (৯জুন) সকালে উপজেলার সোনাদিয়া  ইউনিয়নের মাইচরা ৩ নম্বর ওয়ার্ডের হেকিম মার্কেট এলাকায় বিলের পানিতে এ দুর্ঘটনা ঘটে। ভসমান অবস্থায় লাশ দেখে স্থানীয় লোকজন মরদেহ দুইটি উদ্ধার করেছেন। নিহতরা হলো উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৩ নম্বার ওয়ার্ডের মাইজচরা গ্রামের নূরনবী ফকিরের ছেলে অন্তর (৬)এবং একই বাড়ির আহজার উদ্দিনের ছেলে রাসেল (৫) তারা দুই জন সম্পর্কে মামাতো ফুফাতো ভাই।স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার থেকে ছেলে দুইটি নিখোঁজ ছিল। এ ব্যাপারে তাদের পরিবারের পক্ষ থেকে স্থানীয়ভাবে মাইকিং করে হারানো সংবাদ প্রচার করা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সন্ধান করা হয়েছিল। এবিষয়ে  স্থানীয়  ইউপি সদস্য মো: শামছুদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নূরনবী ফকিরের বাড়ির পাশে হেকিম মার্কেটের পশ্চিম পাশে বিলের পানিতে এই দূর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
                                 ট্যাগস : 
                                                            
                   
                        
                            









