জিএম ইব্রাহীম, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধিঃ বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে উত্তাল ঢেউয়ে ১টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ২০ জনকে জীবিত উদ্ধার করা গেলেও নিখোঁজ রয়েছেন ১জন। বৃহস্পতিবার সকাল ৯টার টার দিকে হাতিয়া উপজেলার রহমত ঘাট থেকে প্রায় ২৯কিঃ মিঃ দক্ষিন পূর্ব দিকে এই দূর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া ট্রলার এফবি ফাতেহার মাঝি হাজী মোঃ মোজাম্মেল হক (৫৬), জানান বুধবার দিবাগত রাতে মাছ ধরার জন্য রহমত বাজার ঘাট থেকে গভীর সমুদ্রে যান, কিন্তু বৃহস্পতিবার সকাল ৯টার দিকে প্রচন্ড ঝড়ের কবলে পড়লে উত্তাল ঢেউয়ে ট্রলার ডুবে যায়। এসময় পাশে থাকা আলাউদ্দিন মাঝীর ট্রলার দেখতে পেয়ে তাৎক্ষনিক ভাবে আমাদের উদ্ধার করলেও ট্রলারে থাকা নিখোঁজ মোঃ আব্দুর রহমান (৬৫) কে খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজ আব্দুর রহমান ওরফে (রমা) বুড়িরচর ইউনিয়নের বড়দেইল ৬ নং ওয়ার্ড হাজির বাজার সংলগ্ন মৃত আবদুল হালিমের ছেলে। ট্রলার থেকে জীবিত উদ্ধার হওয়া মোঃ সোহেল জানান এসময় মেঘনা নদীতে আমরা মাছ শিকার করছিলাম হঠাৎ প্রচন্ড ঝড়ে প্রবল ঢেউয়ের তোপে পড়লে ট্রলার ডুবে যায়।মাঝী মোজাম্মেল হকসহ আমরা ২০জেলে জীবিত উদ্ধার হলেও ১জন নিখোঁজ রয়েছেন। এদিকে নিখোঁজের ৯ ঘণ্টা পেরিয়ে গেলেও জেলে আব্দুর রহমানের সন্ধান না মেলায় তাদের পরিবারে উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। তাদের দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন তার স্বজনরা।