শফিকুল ইসলাম শফিক, ভালুকা থেকে:- ময়মনসিংহের ভালুকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত হয়েছে।
এ ঘটনায় ভালুকা মডেল থানায় ১৬ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ জুলাই) সকালে উপজেলার উথুরা ইউনিয়নের ধলিকুড়ি গ্রামের এমদাদুল হকের মুরগির খামারে এসে হামলা চালায় প্রতিপক্ষ ফারুক সহ তার দলবল। এতে হামলার শিকার হয় এমদাদুল হক, জুয়েল, সোহেল, আঃ মতিন ও মোখলেছুর রহমান। পরে তাদের আহতাবস্থায় ভালুকা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।এর মধ্যে জুয়েল ও সোহেলে অবস্থার অবনতি দেখা দিলে তাদের কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন কর্মরত চিকিৎসক ।
জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ফারুক,শিপন গংদের বিরুদ্ধে এমদাদুল হকের ভাতিজা নাজমুল হুদা ময়মনসিংহ আদালতে ২৯৪/২০২২ দায়ের করেন যাহা চলমান।
এ ব্যাপারে ভালুকা মডেল থানার এস আই আশ্রাফ জানান অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.