ষ্টাফ রিপোর্টার:- ময়মনসিংহ ভালুকায় এক ব্যবসায়ীর মুদি দোকানে হামলা ভাঙচুর মালামাল তসরুপ ও টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলার সিডষ্টোর মধ্যবাজারে। এ ঘটনায় মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হবিরবাড়ি সিডষ্টোর এলাকার তারিকুল ইসলামের ছেলে মো: রাকিবুল হাসান শান্তু দীর্ঘীদন ধরে সিডষ্টোর মধ্যবাজারে মুদি ব্যবসা করে আসছিলেন। ব্যবসা চলাকালিন সময়ে একই এলাকার মৃত রমজান আলী ডিলারের ছেলে শরিফুল ইসলাম ও কামরুল ইসলাম ব্যবসায়ী শান্ত’র কাছে অনৈতিকভাবে বিভিন্ন অঙ্কের টাকা দাবি করে আসছিলো। টাকা না দেয়ায় ব্যবসা করতে দিবেনা বলে হুমকী দিতে থাকে। মঙ্গলবার (৪ জুলাই) রাতে শীরফুল ইসলাম ও কামরুল ইসলামের নেতৃত্বে অজ্ঞাতনামা ১০/১২ জন লোক দোকানে গিয়ে ৬০ হাজারা টাকা দাবি করে। তখন টাকা দিতে অস্বীকার করায় শান্তকে দোকান থেকে জোরপূর্বক বের করে দেয়া হয়। পরে দোকানের ক্যাশ বাক্স থেকে ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় প্রতিপক্ষরা দোকানের মালামাল ছড়িয়ে ছিটিয়ে বাহিরে ফেলে দেয়। ক্ষতিগ্রস্ত দোকান মালিক মো: রাকিবুল হাসান শান্তু জানান, শরিফুল ও কামরুল দীর্ঘদিন ধরে তার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে আসছিলো। দাবিকৃত টাকা না দেয়ার কারণে ঘটনারদিন রাতে দলবল নিয়ে তার দোকানে হামলা চালায় এবং ক্যাশ বাক্স থেকে নগদ ৩ লাখ টাকা ছিনিয়ে নেয় ও মালামাল তছরুপ করে। এতে তার প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ ঘটানায় তিনি ভালুকা মডেল থানায় শরিফুল ও কামরুলসহ অজ্ঞাত ১০/১২ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রতিপক্ষ কামরুল ইসলাম মালামাল তছরুপ ও টাকা ছিনিয়ে নেয়ার কথা অস্বীকার করে বলেন, শান্তর সাথে টাকা পয়সার লেনদেন আছে এবং এ নিয়ে তার সাথে কথা কাটাকাটি হয়েছিলো। সিডষ্টোর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শাহাবউদ্দিন তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এখানকার অধিকাংশ দোকানই সড়ক ও জনপথ বিভাগের জায়গায় পড়েছে। অভিযুক্ত কামরুল ও শরিফুল উক্ত স্থানে দোকান ঘর নির্মাণ করে ভাড়া দেয় শান্তর কাছে। ভাড়া বৃদ্ধি করাকে কেন্দ্র করে ব্যবসায়ী শান্তর সাথে ঘর মালিকদের গোলযোগ হয়। ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানান, ঘটনাটি তিনি শুনেছেন। তবে কোন লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।