ভালুকা প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকায় কাপড় শুকাতে গিয়ে দু’তলা ভবনের ছাদ থেকে পড়ে নুরুন্নাহার (৪৫) নামে এক গার্মেন্টকর্মীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার (০৪জুলাই) সকালে উপজেলার কাশর গ্রামে। নিহত নুরুন্নাহার ময়মনসিংহের তারাকান্দা উপজেলার আব্দুল মালেকের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহের তারাকান্দা উপজেলার আব্দুল মালেকের স্ত্রী নুরুন্নাহার ভালুকা উপজেলার কাশর গ্রামের আব্দুল জব্বারের বাসায় ভাড়ায় থেকে স্থানীয় এ্যাডভান্স ফ্যাক্টরীতে চাকরী করতেন। মঙ্গলবার সকালে তিনি বাসার ছাদে কাপড় শুকাতে গিয়ে অসাবধনাতাবসত দু’তলার ছাদ থেকে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। পুলিশ নিহতের লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। ভালুকা মডেল থানার পরিদর্শক (ওসি) কামাল হোসেন জানান, নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.