ময়মনসিংহ ০৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ভালুকায় চাঞ্চল্যকর কালু ফকির হত্যা মামলার পলাতক আসামী দুই সহোদর গ্রেফতার

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ০৯:২৩:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩
  • / ৩৫৬ বার পড়া হয়েছে

খলিলুর রহমান:- ময়মনসিংহ জেলার ভালুকা থানার চাঞ্চল্যকর “কালু ফকির” হত্যা মামলার যাবľীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী দুই সহোদর আনিছ ও আলম কে উপজেলার মাহমুদপুর এলাকা থেকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। আনিছ ও আলম উপজেলার চান্দরাটি গ্রামের মৃত চেরাগ আলী ফকিরের ছেলে। ময়মনসিংহ জেলা পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার গফরগাঁও সার্কেল এর নির্দেশনায় ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ এর সার্বিক তত্তাবধানে এএসআই পাইলট ভৌমিক সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে (০২জুলাই) রবিবার সকাল সারে সাতটার দিকে আসামীদেরকে গ্রেফতার করে। উল্লেখ্য এর আগে (২৮জুন) বুধবার সকালে একই মামলায় সাজাপ্রাপ্ত আসামী ফালু ফকিরের ছেলে পলাতক শাজাহান ফকিরকে গফরগাঁও উপজেলার কুর্শাপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। মামলা ও স্থানীয় সূত্রে জানাযায়, ১৯৯৫ সালের দিকে উভয় পক্ষের মধ্যে এলাকায় জমিজমার ভাগাভাগিকে কেন্দ্র করে ভিকটিম কালু ফকির ও আসামীদের মধ্যে তর্ক-বিতর্কের জেরে ঘটনার দিন ১৯৯৫ সালের (১৮জুলাই) কালু ফকির‘কে একা পেয়ে তার পথরোধ করে উপুর্যপরি মারধর ও মাছ ধরার কোচ দিয়ে পেটে আঘাতের মাধ্যমে রক্তাক্ত জখম করে ঘটনাস্থলেই তাকে নৃশংসভাবে হত্যা করে। এরই পরিপ্রেক্ষিতে, কালু ফকিরের স্ত্রী মোছাঃ রোকেয়া খাতুন (৩৮) বাদী হয়ে ভালুকা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকেই অপরাপর আসামীরা গ্রেফতার এড়াতে আত্মগোপনে থাকে। প্রকাশ থাকে যে, চলতি বছরে (১৩জুন) উক্ত মামলার আসামী মোঃ শাহজাহান ফকির, মোঃ আনিস ও মোঃ আলমকে বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত, ময়মনসিংহ যাবৎজীবন কারাদন্ড প্রদান করেন এবং অপর আসামীদেরকে খালাস প্রদান করেন।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

ভালুকায় চাঞ্চল্যকর কালু ফকির হত্যা মামলার পলাতক আসামী দুই সহোদর গ্রেফতার

আপলোড সময়: ০৯:২৩:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩

খলিলুর রহমান:- ময়মনসিংহ জেলার ভালুকা থানার চাঞ্চল্যকর “কালু ফকির” হত্যা মামলার যাবľীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী দুই সহোদর আনিছ ও আলম কে উপজেলার মাহমুদপুর এলাকা থেকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। আনিছ ও আলম উপজেলার চান্দরাটি গ্রামের মৃত চেরাগ আলী ফকিরের ছেলে। ময়মনসিংহ জেলা পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার গফরগাঁও সার্কেল এর নির্দেশনায় ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ এর সার্বিক তত্তাবধানে এএসআই পাইলট ভৌমিক সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে (০২জুলাই) রবিবার সকাল সারে সাতটার দিকে আসামীদেরকে গ্রেফতার করে। উল্লেখ্য এর আগে (২৮জুন) বুধবার সকালে একই মামলায় সাজাপ্রাপ্ত আসামী ফালু ফকিরের ছেলে পলাতক শাজাহান ফকিরকে গফরগাঁও উপজেলার কুর্শাপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। মামলা ও স্থানীয় সূত্রে জানাযায়, ১৯৯৫ সালের দিকে উভয় পক্ষের মধ্যে এলাকায় জমিজমার ভাগাভাগিকে কেন্দ্র করে ভিকটিম কালু ফকির ও আসামীদের মধ্যে তর্ক-বিতর্কের জেরে ঘটনার দিন ১৯৯৫ সালের (১৮জুলাই) কালু ফকির‘কে একা পেয়ে তার পথরোধ করে উপুর্যপরি মারধর ও মাছ ধরার কোচ দিয়ে পেটে আঘাতের মাধ্যমে রক্তাক্ত জখম করে ঘটনাস্থলেই তাকে নৃশংসভাবে হত্যা করে। এরই পরিপ্রেক্ষিতে, কালু ফকিরের স্ত্রী মোছাঃ রোকেয়া খাতুন (৩৮) বাদী হয়ে ভালুকা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকেই অপরাপর আসামীরা গ্রেফতার এড়াতে আত্মগোপনে থাকে। প্রকাশ থাকে যে, চলতি বছরে (১৩জুন) উক্ত মামলার আসামী মোঃ শাহজাহান ফকির, মোঃ আনিস ও মোঃ আলমকে বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত, ময়মনসিংহ যাবৎজীবন কারাদন্ড প্রদান করেন এবং অপর আসামীদেরকে খালাস প্রদান করেন।