ষ্টাফ রিপোর্টারঃ-"স্নেক রেস্কিউ টিম বাংলাদেশ" বৃক্ষরোপণ কর্মসূচিতে সারাদেশে বিভিন্ন প্রজাতির প্রায় ৫শ টি গাছ রোপন করেছে।
জানাযায় গত ১৮ই জুন থেকে শুরু করে ২১ই জুন পর্যন্ত ভালুকা উপজেলাসহ সারাদেশ ব্যাপি এই বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়। সংগঠনের সদস্যরা নিজ নিজ অবস্থান থেকে দেশের বিভিন্ন প্রান্তে বৃক্ষ রোপন করে এই কর্মসূচি বাস্তবায়ন করেন।
সংগঠনটি মূলত সাপ ও অন্যান্য বন্যপ্রাণী উদ্ধার এবং অবমুক্ত করে থাকলেও, প্রাকৃতিক পরিবেশ রক্ষায় এর পারিপার্শ্বিক বিষয়গুলো নিয়েও কাজ করে যাচ্ছে। বর্তমান সময়ের বৈশ্বিক উষ্ণায়ন,বন্যপ্রাণীর আবাসস্থল সংকট,অতিরিক্ত তাপদাহসহ নানারকম সমস্যার সমাধানের কথা চিন্তা করেই এই প্রচেষ্টা চালায় সংগঠনটি। প্রথম পর্যায়ে ছোট পরিসরে শুরু করলেও, এর ধারাবাহিকতা বজায় রাখতে সামনে আরো বড় পরিসরে বেশী সংখ্যক গাছ লাগানোর পরিকল্পনার কথাও জানান তারা।
স্নেক রেস্কিউ টিম বাংলাদেশ এর সভাপতি মো: রাজু আহমেদ জানান প্রথম পর্যায়ে ছোট পরিসরে শুরু করলেও, পরবর্তীতে এর ধারাবাহিকতা বজায় রাখতে আরো বড় পরিসরে বেশী সংখ্যক গাছ লাগানোর পরিকল্পনা আমাদের রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.