সংবাদ শিরোনাম :
প্রশংসা তোমার, কবি:- রাকিবুল হাসান নয়ন
দৈনিক মুক্তকণ্ঠ
- আপলোড সময়: ০৫:৪৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩
- / ৪৩৩ বার পড়া হয়েছে
কবি:-রাকিবুল হাসান নয়ন:-
নিখিল জাহান তোমার প্রভু
পরম করুণাময়,
মালিক তুমি বিচার দিনের
অসীম দয়াময়।
আমরা কেবল গোলাম তোমার
তাই সাহায্য চাই,
সরল সঠিক পথ প্রদর্শন
তোমার কাছে পাই।
দান করেছ যাদের তুমি
অসংখ্য নিয়ামত,
চাই পেতে অই লোকের মাঝে
সহজ কিয়ামত।
চাই না হতে অভিশপ্ত
চাহি ভালো দিক,
প্রশংসা তাই করি তোমার
হুকুম তোমার ঠিক।
ট্যাগস :