মোহাম্মদ সেলিম, ত্রিশাল থেকে:- ময়মনসিংহর ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের মাগুরজোরা গ্রামের বাসিন্দা প্রতিবন্ধী ওয়াহিদা খাতুনের নিকট ঈদ সামগ্রী পাঠালেন ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মাছুম আহমদ ভুঞা। জানাগেছে, বুধবার বিকালে পুলিশ সুপারের পক্ষে প্রতিবন্ধীর নিকট ঈদ উপহার নিয়ে হাজির হন ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ৭ নং হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ, ২ নং ওয়ার্ড মেম্বার সুলতান সাদেকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা। অফিসার ইনচার্জ মাইন উদ্দিন জানান, আগামী দিনে এ প্রতিবন্ধীকে পুলিশের পক্ষ্য থেকে বিভিন্নভাবে সহযোগিতা করার আশ্বাস দেন। এছাড়াও তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সহযোগিতার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন।