প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৫, ৩:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৬, ২০২৩, ৭:০৭ এ.এম
ভালুকায় ৮বছরের শিশুর লাশ উদ্ধার
ষ্টাফ রিপোর্টার:- ময়মনসিংহের ভালুকায় আলহাজ (৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ জুন) সন্ধ্যায় পুলিশ নিহত শিশুটির লাশটি লাশ উদ্ধার করে ভালুকা মডেল থানায় নিয়ে আসে। ঘটনাটি উপজেলার কাচিনা গ্রামের কাচারীঘাট এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাচিনা কাচারীঘাট এলাকার হারুন অর রশিদের শিশু ছেলে স্থানীয় পশ্চিম কাচিনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র আলহাজকে বুধবার সন্ধ্যা থেকে খোঁজে পাওয়া যাচ্ছিলোনা। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুুজির পর বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে পুকুর পাড়ে শিশুটির লাশ পড়ে থাকতে দেখে পরিবার লোকজন ও স্থানীয়রা থানায় খবর দেয়। সন্ধ্যার পর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত শিশুর সৎ ভাই আমান উল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার বিকেলে শিশুটিকে তার মা মারধর করেছিলো বলে শুনেছেন। তারপর থেকে তাকে খোঁজে পাওয়া যায়নি, এমনকি রাতেও সে আর বাড়ি ফিরেনি। বৃহস্পতিবার বিকেলে পুকুর পাড়ে লাশ পড়ে থাকার সংবাদ পেয়ে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল রিপোর্টের পর শিশুর লাশটি উদ্ধর করে থানায় নিয়ে আসা হয়েছে। খুন না অন্য কোন ঘটনা তা তদন্ত ছাড়া বলা যাচ্ছেনা।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.