গাসিকের সাবেক মেয়র কিরনের বিরুদ্ধে সংখ্যালঘু পরিবারের জমি জবরদখলের অভিযোগ
- আপলোড সময়: ১১:২১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩
- / ২৬৬ বার পড়া হয়েছে
ওমর ফারুক তালুকদার, ভালুকা প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকায় আদালতে মামলা চলমান ও স্থিতাবস্থা থাকার পরও গাজিপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত সাবেক মেয়র আসাদুর রহমান কিরণ মালিকানাধীন আমেনা নীট ফেব্রিক্স কর্তৃক সংখ্যালঘু পরিবারের বিরোধপূর্ণ জমি জবর দখলের অভিযোগ উঠেছে। ঘটনাটি বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাতেঙ্গা মৌজার বর্তা গ্রামে। অভিযোগে জানা যায়, উপজেলার বর্তা গ্রামের সংখ্যালঘু মলিন্দ্র চন্দ্র মন্ডলের ছেলে রতন চন্দ্র মন্ডলের সাতেঙ্গা মৌজার ৫৬৬ নম্বর দাগসহ চারটি দাগে পৈত্রিক সূত্রে পাওয়া দুই একর ৬৪ শতাংশ জমির উপর বসতবাড়ি নির্মাণপূর্বক দীর্ঘদিন ধরে ভোগ দখলে আছেন। প্রতিপক্ষ টুকি রানী, শুক্কর আলী, স্বপন মিয়া, বিল্লাল হোসেন ও আব্দুল বারেকের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে এবং এ নিয়ে আদালতে মামলা চলমান আছে। আদালতে চলমান মামলার তোয়াক্কা না করে প্রতিপক্ষরা রতনের জমিতে মাটি ফেলে ও কাটাতারের বেড়া দিয়ে দখলের চেষ্টা চালায় আমেনা নীট ফেব্রিক্স কর্তৃপক্ষ। রতন চন্দ্র মন্ডল জানান, গাজিপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত সাবেক মেয়র আসাদুর রহমান কিরণ মালিকানাধীন আমেনা নীট ফেব্রিক্স কর্তৃক স্থনীয় দালালদের সহযোগিতায় কিছুদিন আগে তার জমি থেকে ২৫/৩০ টি বিভিন্ন প্রজাতীয় গাছ কেটে নিয়ে যায়। এখন তার পৈত্রিক জমি দখলের চেষ্টা করছে। এ বিষয়ে আদালতে মামলা চলমান ও নিষেধাজ্ঞা থাকার পরও প্রতিপক্ষরা তার তোয়াক্কা না করে জমি দখলের চেষ্টাসহ বিভিন্ন ধরেণর হুমকী দিয়ে আসছে। এখন তিনি ওদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভোগছেন। এ ঘটনায় রতন চন্দ্র মন্ডল বাদি হয়ে উল্লেখিত ব্যক্তিদের নামে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। গাজিপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত সাবেক মেয়র আসাদুর রহমান কিরণের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন না ধরায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, এ জমি নিয়ে অনেকদিন ধরে দেন দরবার চলছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। কারখানা মালিক পক্ষকে কাজ করতে নিষেধ করা হয়েছে। নতুন করে কাজ শুরু করলে আইনি ব্যাবস্থা নেওয়া হবে।