ভালুকা আশরাফুল হক জর্জ এর জনসংযোগ
- আপলোড সময়: ১১:২৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
- / ১৯৭ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার:-আসন্ন দাদ্বশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় গণসংযোগ করছেন, ময়মনসিংহ-১১ ভালুকা আসন থেকে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ কৃষকলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বাংলাদেশের ডেপুটি এটর্নী জেনারেল শাহ মোহাম্মদ আশরাফুল হক জর্জ।
এ উপলক্ষে ১৩ জুন মঙ্গলবার বিকালে উপজেলার নিশিন্দা বাজারে তিনি জনসংযোগ করেন। এসময় সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে আশরাফুল হক জর্জ বলেন, চলমান উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহ রেখে স্মার্ট বংলাদেশ প্রতিষ্ঠায় আসন্ন সংসদ নির্বাচনে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে সকলের প্রতি আহবান জানান। এসময় তিনি বলেন, ভালুকার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে চাই। সে লক্ষেই আমি আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি ভালুকাকে একটি স্মার্ট ও আধুনিক ভালুকা হিসেবে প্রতিষ্ঠিত করবো ইনশাল্লাহ। এসময় ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।