ভালুকায় এম এ ওয়াহেদের নির্বাচনী উঠান বৈঠক ও গণসংযোগ

- আপলোড সময়: ০৭:৫১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩
- / ২৬৫ বার পড়া হয়েছে

ওমর ফারুক তালুকদার,ভালুকাঃ- ময়মনসিংহের ভালুকায় আওয়ামীলীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে উঠান বৈঠক ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। ৯ জুন শুক্রবার বিকালে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আংগারগাড়া বাজারে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসন থেকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আলহাজ্ব এম এ ওয়াহেদ ওই উঠান বৈঠক ও গণসংযোগ আয়োজন করেন। আলোচনা সভায় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সামছুল হক মনির সভাপতিত্বে এবং যুব ও ক্রীড়া সম্পাদক নুরে আলম জিকুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আলহাজ্ব এম এ ওয়াহেদ।এসময় আরও উপস্থিত ছিলেন, উথুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামছুল হক চৌধুরী, ভালুকা আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি নজরুল ইসলাম সরকার, সাধারন সম্পাদক ইব্রাহিম খলিল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খোকন হোসেন ঢালী, বর্তমান সভাপতি ইফতেখার আহাম্মেদ সুজন, সহ-সভাপতি আল ইমরান সরকার, কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ অনিক হাসান, ডাকাতিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক রবিউল হাসান লিটন প্রমূখ। এসময় জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আলহাজ্ব এম এ ওয়াহেদ ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস নামক অনুষ্ঠানে লাইভে সাক্ষাৎকার দেন। সাক্ষাৎকারে তিনি মনোনয়ন পেলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যাক্ত করেন।