সাহিদুজ্জামান সবুজ,ভালুকা প্রতিনিধি:-বকেয়া বেতনের দাবিতে মাহদীন সোয়েটার লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (৮জুন) দুপুরে ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মিল শ্রমিকরা।
পরে স্থানীয় প্রশাসন,পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় তারা। বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া কুমারপাড়া এলাকায় মাহদীন সোয়েটার লিমিটেডের শ্রমিকদের মে মাসের বেতন পরিশোধ করেননি মিল কর্তৃপক্ষ। বারবার বেতন পরিশোধের তারিখ দিয়ে টালবাহানা করছেন তাঁরা। এতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিলে একপর্যায়ে তারা প্রায় আড়াই ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। এসময় তীব্র গরম মহাসড়কের যানবাহনে থাকা দূরপাল্লার যাত্রীরা পরেন চরম ভোগান্তিতে।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল ইসলাম, শিল্প পুলিশের এসপি মিজানুর রহমান ও ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ কামাল হোসেন ওই কোম্পানির কর্তৃপক্ষের সিদ্ধান্তে শ্রমিকদের দাবী মেনে নিলে তারা অবরোধ তুলে নেয়।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.