ভালুকায় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে ওয়াহেদ এর উঠান বৈঠক ও গণসংযোগ
- আপলোড সময়: ১১:২১:৩৯ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩
- / ২০৪ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি:- আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় প্রাক নির্বাচনী উঠান বৈঠক, আওয়ামীলীগের তৃণমুল নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও গণসংযোগ করছেন বিশিষ্ট ব্যাবসায়ী ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আলহাজ্ব এম এ ওয়াহেদ।
এ উপলক্ষে ৩জুন শনিবার বিকালে উপজেলার উথুরা ইউনিয়নের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে উঠান বৈঠক ও গণসংযোগ করেন তিনি। উঠান বৈঠক ও মতবিনিময় সভায় উথুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সামছুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আলী আকবরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আলহাজ্ব এম এ ওয়াহেদ। এসময় অন্যান্যেও মাঝে উপস্থিত ছিলেন, উথুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম, সাবেক চেয়ারম্যন বজলুর রহমান তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সদস্য আবু বকর সিদ্দিক বুলবুল, ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল সরকার, যুগ্ম সাধারন সম্পাদক মফিজ আলম, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জালাল পাঠান, ভালুকা আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি নজরুল ইসলাম সরকার, সাধারন সম্পাদক ইব্রাহিম খলিল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইফতেখার আহাম্মেদ সুজন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খোকন হোসেন ঢালী প্রমুখ।
এসময় সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড উল্লেখ্য করে আলহাজ্ব এম এওয়াহেদ বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। শেখ হাসিনার সুদক্ষ পরিকল্পনা ও পরিচালনায় পদ্মা সেতু, মেট্রোরেল ও বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ সহ মেঘা প্রকল্পগুলো বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা উঁচুকরে দঁড়িয়েছে। এম এ ওয়াহেদ বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে শেখ হাসিনার মনোনীত প্রাথীকে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।