বিশেষ প্রতিনিধি:- আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় আওয়ামীলীগের তৃণমুল নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও গণসংযোগ করেন ভালুকা থেকে চার চারবারের সাবেক সংসদ সদস্য, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী প্রয়াত অধ্যাপক ডাঃ এম আমান উল্লাহ’র ছেলে ডাঃ মোনাসিার সাকিফ আমান উল্লাহ। এ উপলক্ষে ২ জুন শুক্রবার বিকেলে উপজেলার বিরুনিয়া ইউনিয়ন আওয়ামীলীগ অফিসে ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিরুনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সায়েরা-সাফায়েত স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ ওয়াসেক আল আমিন শিপন, বিরুনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রিদুয়ার সারোয়ার রব্বানী, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তার হোসেন মাস্টার, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সোহরাব খান, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মজনু মেম্বার, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উত্তম সরকার, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি তানভির আহমেদ খান, উপজেলা কৃষকলীগের অর্থবিষয়ক সম্পাদক অধ্যাপক তারিকুল ইসলাম খান, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আদনান আসিফ রাসেল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের দপ্তর সম্পাদক শেখ সাখাওয়াত হোসেন রাসেল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আজহার ফকির, ইউনিয়ন কৃষকলীগের সাধারণ আসাদুজ্জামান অসাদ, জাতীয় শ্রমিক বিরুনীয়া ইউনিয়ন শাখার সভাপতি হাফিজ উদ্দিন, আঞ্চলিক শ্রমিকলীগ বিরুনয়িা ইউনিয়ন শাখার সভাপতি খালেকুজ্জামান প্রমুখ। এছাড়াও আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে ডাঃ মোনাসির সাকিফ আমান উল্লাহ, উপজেলার গোয়ারী গ্রামের বীর মুক্তিযোদ্ধা তফির উদ্দিন তালুকদারের বড় ছেলে, উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি, উপজেলা আওয়ামীলীগের সদস্য, সদ্য প্রয়াত মঞ্জুরুল হক তালুকদারের কবর জিয়ারত ও পিতা প্রয়াত অধ্যাপক ডাঃ এম আমান উল্লাহ’র কবর জিয়ারত করেন। দুপুরে বিরুনীয়া বাজার মসজিদে জুমার নামাজ আদায়, স্থানীয় মুসুল্লি ও বাজারের ব্যাসায়ীদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় কালে ডাঃ মোনাসির সাকিফ আমান উল্লাহ, সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়, উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দিতে তিনি, সকলের প্রতি আহবান জানান। ডাঃ মোনাসির সাকিফ আমান উল্লাহ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাদার অব হিউম্যানিটি শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রায়, স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার কাজ করে যাচ্ছে। সকল ভেদাভেদ ভূলে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগের পতাকাতলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে শেখ হাসিনার মনোনীত প্রাথীকে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে, স্মার্ট বাংলাদেশ গঠনে সকলের সমর্থন ও সহযোগীতা কামনা করেন।