ময়মনসিংহ ১২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ত্রিশালে জমি সংক্রান্ত বিরোধে হামলা ও ভাংচুর

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ০৭:২৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩
  • / ২০৪ বার পড়া হয়েছে

মোহাম্মদ সেলিম,ত্রিশাল থেকে:- ময়মনসিংহের ত্রিশালে জমি সংক্রান্ত বিরোধে অফিস কক্ষে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করার অভিযোগ উঠেছে।জানাগেছে, ত্রিশাল উপজেলার মোক্ষপুরের কৈতরবাড়ী এলকায় মৎস্য ফিসারির জমিকে কেন্দ্র করে স্থানীয় রফিকুল ইসলাম এবং মুসা গংদের সাথে বিরোধ চলে আসছে। রফিকুল ইসলামের মাল্টা ও লেবু বাগানের তিন পাশে অবস্থিত ফিসারী। তাই তার সাথে গত ৪ বছর পুর্বে ২৬ মে ২০১৯এ ১০ বছর মেয়াদে প্রতি বছরে ১০ হাজার টাকা করে পার ভাঙ্গার ক্ষতিপুরন বাবত একটি লিখিত চুক্তি করেন উভয় পক্ষ। চুক্তি অনুযায়ী ৫০হাজার টাকা এককালীন জমা দিয়ে প্রতি বছর ১০হাজার টাকা করে গত ৪ বছরে ৪০ হাজার টাকা রফিকুলের নিকট জমা দেন মুসা গং।

জানাগেছে, চুক্তি বাতিল করার পায়তারায় তালবাহানা শুরু করে ত্রিশাল থানায় একটি অভিযোগ করেন রফিকুল ইসলাম। ত্রিশাল থানায় তদন্ত কর্মকর্তা বিল্লাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে সঠিক সমাধান কল্পে উভয় পক্ষকে থানায় উপস্থিত হওয়ার জন্য বলে আসেন। থানায় উপস্থিত হলে উভয় পক্ষের আলোচনায় ১০ হাজার টাকার পরিবর্তে প্রতিবছর ৩০ হাজার টাকা করে দেওয়ার জন্য সিদ্ধান্ত হয়, উক্ত সিদ্ধান্ত সকল উপস্থিতি গন্যমান্য ব্যাক্তিগনের সম্মুক্ষে রফিকুল ইসলাম মেনে নিলেও পরবর্তী তিনি বাড়ীতে গিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলেন এবং ক্ষিপ্ত হয়ে মুসা গংদের অফিসে হামলা চালিয়ে ব্যাপক চাংচুর করেছে রফিকুল ইসলাম ও তার লোকজন। প্রাণনাশের হুমকীর ঘটনায় মুসা বাদী হয়ে ত্রিশাল থানায় একটি অভিযোগ করেন। এবং বিপাকে পড়ে যান ফিসারি মালিকগণরা। ফিশারির মালিক মুসা জানান কোন্দল গত কারণে চলতি বছরে প্রায়২০ লক্ষ টাকার ক্ষতির সম্ভাবনা রয়েছে, তিনি আরো জানান, তাহাকে রফিকুল ইসলাম বলেছেন বাগানের তিন পাশে ফিশারী চালাতে হলে তাহাকে ২০ লক্ষ টাকা চাঁদা দিতে হবে অন্যথায় তাকে কোনক্রমেই ফিশারী চালাতে দিবে না এবং তাকে প্রাণনাশের হুমকী দিয়েছেন।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

ত্রিশালে জমি সংক্রান্ত বিরোধে হামলা ও ভাংচুর

আপলোড সময়: ০৭:২৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩

মোহাম্মদ সেলিম,ত্রিশাল থেকে:- ময়মনসিংহের ত্রিশালে জমি সংক্রান্ত বিরোধে অফিস কক্ষে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করার অভিযোগ উঠেছে।জানাগেছে, ত্রিশাল উপজেলার মোক্ষপুরের কৈতরবাড়ী এলকায় মৎস্য ফিসারির জমিকে কেন্দ্র করে স্থানীয় রফিকুল ইসলাম এবং মুসা গংদের সাথে বিরোধ চলে আসছে। রফিকুল ইসলামের মাল্টা ও লেবু বাগানের তিন পাশে অবস্থিত ফিসারী। তাই তার সাথে গত ৪ বছর পুর্বে ২৬ মে ২০১৯এ ১০ বছর মেয়াদে প্রতি বছরে ১০ হাজার টাকা করে পার ভাঙ্গার ক্ষতিপুরন বাবত একটি লিখিত চুক্তি করেন উভয় পক্ষ। চুক্তি অনুযায়ী ৫০হাজার টাকা এককালীন জমা দিয়ে প্রতি বছর ১০হাজার টাকা করে গত ৪ বছরে ৪০ হাজার টাকা রফিকুলের নিকট জমা দেন মুসা গং।

জানাগেছে, চুক্তি বাতিল করার পায়তারায় তালবাহানা শুরু করে ত্রিশাল থানায় একটি অভিযোগ করেন রফিকুল ইসলাম। ত্রিশাল থানায় তদন্ত কর্মকর্তা বিল্লাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে সঠিক সমাধান কল্পে উভয় পক্ষকে থানায় উপস্থিত হওয়ার জন্য বলে আসেন। থানায় উপস্থিত হলে উভয় পক্ষের আলোচনায় ১০ হাজার টাকার পরিবর্তে প্রতিবছর ৩০ হাজার টাকা করে দেওয়ার জন্য সিদ্ধান্ত হয়, উক্ত সিদ্ধান্ত সকল উপস্থিতি গন্যমান্য ব্যাক্তিগনের সম্মুক্ষে রফিকুল ইসলাম মেনে নিলেও পরবর্তী তিনি বাড়ীতে গিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলেন এবং ক্ষিপ্ত হয়ে মুসা গংদের অফিসে হামলা চালিয়ে ব্যাপক চাংচুর করেছে রফিকুল ইসলাম ও তার লোকজন। প্রাণনাশের হুমকীর ঘটনায় মুসা বাদী হয়ে ত্রিশাল থানায় একটি অভিযোগ করেন। এবং বিপাকে পড়ে যান ফিসারি মালিকগণরা। ফিশারির মালিক মুসা জানান কোন্দল গত কারণে চলতি বছরে প্রায়২০ লক্ষ টাকার ক্ষতির সম্ভাবনা রয়েছে, তিনি আরো জানান, তাহাকে রফিকুল ইসলাম বলেছেন বাগানের তিন পাশে ফিশারী চালাতে হলে তাহাকে ২০ লক্ষ টাকা চাঁদা দিতে হবে অন্যথায় তাকে কোনক্রমেই ফিশারী চালাতে দিবে না এবং তাকে প্রাণনাশের হুমকী দিয়েছেন।