শোক সংবাদ
- আপলোড সময়: ০৭:৪৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩
- / ২১৮ বার পড়া হয়েছে
খলিলুর রহমান:- ময়মনসিংহের ভালুকা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ¦ তফির উদ্দিন তালুকদারের বড় ছেলে, ভালুকা উপজেলা ছাত্রলীগ ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি, মঞ্জুরুল হক তালুকদার ২৭ মে শনিবার সকাল ৮ টা ৩০ মিনিটে উত্তরা মুনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬২বছর। মরহুমের একমাত্র মেয়ে ডা: লিটু, স্ত্রী, ভাই বোন, রাজনৈতিক সহকর্মী সহ অনেক গুনগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন। মঞ্জুরুল হক তালুকদারের মৃত্যুতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও রাজনৈতিক ব্যক্তিগণ গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। মঞ্জুরুল হক তালুকদার আওয়ামী লীগের দুঃসময়ের একজন ত্যাগী কর্মী। তার মৃত্যুতে আওয়ামী লীগ হারালো একজন ত্যাগী কর্মী। ৭৫ পরবর্তী সময়ে ঘরোয়া রাজনীতি শুরু হলে যে ক’জন ছাত্রলীগের কর্মী ছাত্রলীগকে পুনর্গঠন করার জন্য সকল প্রকার ভয়-ভীতি শাসকের রক্ত চক্ষু উপেক্ষা করে জীবন বাজি রেখে আওয়ামীলীগের আদর্শকে ধারণ করেছিল ভালুকায় তাদের মধ্যে মঞ্জুরুল হক তালুকদার অন্যতম। মঞ্জুরুল হক তালুকদার একজন বীরমুক্তিযোদ্ধার সন্তান হিসেবে উত্তরাধিকার সূত্রেই বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয়ে লালন করেছিলেন। তার মৃত্যুতে আওয়ামীলীগ হারালো একজন আদর্শিক কর্মীকে। আমৃত্যু তিনি আওয়ামীলীগের রাজনীতি করে গেছেন। মঞ্জুরুল হক তালুকদারের রাজনৈতিক সহকর্মীরা বলেন, দল তাকে কিছু না দিলেও তিনি দলকে ভালোবেসে কাজ করে গেছেন।