শাহিদুজ্জামান সবুজ, ভালুকা প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকায় যুবলীগের উদ্যোগে মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ মে) বিকালে উপজেলার সাবেক ছাত্রলীগের সভাপতি বর্তমান যুবলীগ কর্মী মনিরুজ্জামান মামুনের নেতৃত্বে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে একটি মিছিল বের হয়ে পৌর সদরের বাসটেন্ড এলাকায় শেষ হয়।
এসময় মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে একটি স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষে দেশব্যাপী যুবলীগের শান্তি সমাবেশের অংশ হিসেবে শান্তি সমাবেশ পালন করা হয়।
এসময় মিছিল ও শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন, হবিরবাড়ী ইউনিয়ন যুবলীগ কর্মী সাইফুল ইসলাম ইমরান, রাজৈ ইউনিয়ন ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন, যুব নেতা মাসুদ আহমেদ খান, শেখ শাহ আলম কিরণ, রাসেল মিয়া, শেখ মো: উজ্জ্বল মাহমুদ, সাদিকুর রহমান সাদেক, আল ইমরান, আরিফুর রহমান শুভ, ফরহাদ ও জনি প্রমূখ।