ষ্টাফ রিপোর্টারঃ- ময়মনসিংহের ভালুকায় ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত উপজেলা যুবলীগের সদস্য সজিব সরকার (৩০) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার সন্ধ্যায় ঢাকা নিউরোসাইন্স হাসপাতালে তিনি মারা যান। নিহত সজিব সরকার উপজেলার মেদিলা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সজিব সরকার মোটরসাইকেলে ভালুকা বাজারে তার কর্মস্থলে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি মারাত্মকভাবে আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা নিউরোসাইন্স হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টায় তিনি মারা যান। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিহতের চাচা ভালুকা আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি মো: নজরুল ইসলাম সরকার।