ভালুকায় ভূমিসেবা সপ্তাহের উদ্ধোধন
- আপলোড সময়: ১০:১৪:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
- / ২১৩ বার পড়া হয়েছে
খলিলুর রহমান:- ময়মনসিংহের ভালুকায় স্মার্ট ভূমি সেবা নিশ্চিত করার প্রত্যয়ে ভূমিসেবা সপ্তাহ ২০২৩ উদ্বোধন করা হয়েছে। ২২-২৮ মে স্মার্ট ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে, ২২ মে সোমবার সকালে উপজেলা ভূমি অফিস সম্মেলন কক্ষে প্রেস কনফারেন্স, আলোচনা সভা ও উদ্ধোধনী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা ভূমি অফিস। উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরশাদুল আহমেদের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, পৌর মেয়র ডাঃ মোঃ মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান ড. শেলিনা রশিদ। এছাড়াও অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।