ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:- ‘শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ভালুকায় বিশ্ব মা দিবস উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪মে) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর ওই আলোচনা সভার আয়োজন করেন।
সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তারের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস-চেয়ারম্যান ড. সেলিনা রশিদ, ভালুকা প্রেসক্লাব সভাপতি কামরুল হাসান পাঠান কামাল প্রমুখ।