সংবাদ শিরোনাম :
ভালুকায় গাঁজাগাছসহ একজন আটক

দৈনিক মুক্তকণ্ঠ
- আপলোড সময়: ০৯:০৬:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
- / ৩৮৩ বার পড়া হয়েছে

খলিলুর রহমান:- ময়মনসিংহের ভালুকায় ২৫টি গাঁজাগাছ সহ একজনকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ। জানাযায় উপজেলার পাঁচগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর ছেলে তোতা মিয়া (৪০) বসত ভিটায় বাড়ির আঙিনায় লাউ গাছের আড়ালে অভিনব কায়দায় ওই গাঁজার চাষ করতেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেনের দিকনির্দেশনায় এস.আই আবুল কালাম আজাদের নেতৃত্বে এসআই নজরুল ইসলাম, এসআই গোলাম মাওলা, এসআই আশরাফ, এসআই নূর-কাশেম অভিযান চালিয়ে বুধবার (১০মে) বিকালে উপজেলার পাঁচগাঁও এলাকার তোতা মিয়ার বাড়ি থেকে ২৫টি গাঁজার গাছসহ তাকে আটক করা হয়। আটক তোতা মিয়ার বিরুদ্ধে মাদক দ্রব্য নিরোধ আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ট্যাগস :