ভালুকায় নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপলোড সময়: ০৮:১৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
- / ১৮১ বার পড়া হয়েছে
খলিলুর রহমান:- ময়মনসিংহের ভালুকায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পর্যায়ের জন প্রতিনিধি ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (১১মে) বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: এরশাদুল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ কাজিম উদ্দিন আহম্মেদ ধনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত আসনের সাংসদ মনিরা সুলতানা মনি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র ডাঃ মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান ড. সেলিনা রশিদ, সহকারী কমিশনার ভূমি সোমাইয়া আক্তার ও ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন। এছাড়ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ হাসানুল হোসাইন, উপজেলা প্রকল্প ব্যবস্থাপন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ মতিউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা জেসমিন জাহান, হবিরবাড়ী বনবিট অফিসার মোঃ আশরাফুল আলম খানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।