ভালুকায় সরকারের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও উঠান বৈঠক
- আপলোড সময়: ০১:৪৬:০১ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
- / ৩৪৬ বার পড়া হয়েছে
খলিলুর রহমানঃ- ময়মনসিংহের ভালুকায় সরকারের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১০ মে বুধবার বিকেলে উপজেলার ২নং মেদুয়ারী ইউনিয়নের বান্দিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সরকারের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সরকারের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও উঠান বৈঠকে মেদুয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লোকমান হেকিম সরকারের সভাপতিত্বে এবং মেদুয়ারী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ওয়ালীউল্লাহ পাঠানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ ভালুকা আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মাহাবুবুল আলম বাচ্চু, ইঞ্জিনিয়ার মাসুদ পারভেজ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক শাহরিয়ার হক সজিব, উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বদরুল হাসান আরিফ, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান নয়ন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক অনিক তালুকদার, মল্লিকবাড়ী ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক হাবিবুল্লাহ সবুজ, মেদুয়ারী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মনোয়ার হোসেন রবিন, মেদুয়ারী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আকতার হোসেন সরকার, ইউপি সদস্য আতিকুর রহমান খান রিটু, উপজেলা আঞ্চলিক শ্রমিকলীগ নেতা হুমায়ুন মুন্সি প্রমূখ।