সংবাদ শিরোনাম :
ভালুকায় ট্রাকসহ ৩ ডাকাত আটক

দৈনিক মুক্তকণ্ঠ
- আপলোড সময়: ১০:০০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩
- / ৩৬৩ বার পড়া হয়েছে

খলিলুর রহমান:- ময়মনসিংহের ভালুকায় ট্রাক দিয়ে ডাকাতির প্রস্তুতির সময় ৩ জনকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ। আটককৃতরা হলেন, চাঁদপুর জেলার মদন থানার কাদের গাড়ীর ছেলে রাসেল গাজী (২৬), ময়মনসিংহ জেলার ফুলপুর বালিয়া এলাকার মোস্তফার ছেলে হানিফ (২৯), ভালুকা থানার পুরুড়া এলাকার হেলালের ছেলে মোশাররফ (৩০)। এসময় পুলিশ ডাকাতিতে ব্যবহৃত একটি ট্রাক ও দেশীয় অস্ত্র উদ্ধার করে।ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, (০৮মে) সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মেহেরাবাড়ী এলাকার তালতলা থেকে ধাওয়া করে থানা এলাকায় বেরিগেড দিয়ে তাদের আটক করা হয়েছে। এই চক্রটি রাতের বেলায় বাসাবাড়ি ও দোকানপাটের তালা কেটে সর্বস্ব লুট করে নিতো। তাদের নামে বিভিন্ন থানায় একাদিক মামলা রয়েছে। মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠায় পুলিশ।
ট্যাগস :