মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৬:৩৫ পূর্বাহ্ন

ভালুকায় জুরপূর্বক জমি জবর দখল চেষ্টার অভিযোগ

  • আপডেট টাইম : শনিবার, ৬ মে, ২০২৩, ১২.০৩ পিএম
  • ৩১৮ বার পাঠিত

ওমর ফারুক তালুকদার,ভালুকা প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকায় জুরপূর্বক জমি জবর দখল চেষ্টা ও হামলার অভিযোগ পাওয়া গেছে। প্রতিপক্ষের হামলায় শহিদ গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধিন রয়েছে। এই ঘটনায় আঃ মজিদের ছেলে মহিউদ্দিন খোকন বাদী হয়ে কাশর গ্রামের গাজী শেখের ছেলে বাচ্চু মিয়া গংদের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ছোট কাশর গ্রামের আলতাফ হোসেন কাশর মৌজার সাবেক ১৩৬ হাল -১৬২৯ নং দাগে সরকারের কাছ থেকে ৩ শতাংশ জমি বন্দোবস্ত নিয়ে ভোগ দখলে আছে। ঘটনার দিন ২৭ এপ্রিল একই এলাকার আঃ মালেকের ছেলে সাইফুল ইসলাম ও কাশর গ্রামের গাজী শেখের ছেলে বাচ্চু মিয়া সহ অজ্ঞাত ২০/২৫ জনের একটি সংগবদ্ধ দল দেশিয় অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে পূর্ব পরিকল্পিত ভাবে আলতাফ হোসেনের জমিতে টিন ও বাশ দিয়ে বাউন্ডারি নির্মানের প্রস্তুতি নিলে আলতাফ হোসেনের ভাতিজা মোঃ শহিদ বাধা প্রদান করলে সন্ত্রাসিরা শহিদের উপর হামলা চালায়। পরে জরুরী সেবা ৯৯৯ নাম্বারে ফোন দিলে পুলিশ ঘটনা স্থলে পৌছালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্বজনরা শহিদকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে, পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এব্যাপারে অভিযোক্ত সাইফুল ইসলামের মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি উত্তেজিত হয়ে বলেন, আপনি সাংবাদিক আপনি তদন্ত করেন, আমি বলবো কেন? এ ঘটনায় অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এস আই চন্দন চন্দ্র সরকার জানান, পিছনের জমিটা মহিউদ্দিন খোকন ও শহিদদের আর সামনের জমিটা বাশার, বাচ্চু ও সাইফুল ইসলাম গংরা দাবী করছে, তবে সামনের জমিটা প্রকৃতপক্ষে কার সেটা এখনো জানিনা। দুই পক্ষের কাগজপত্র দেখলে বলা যাবে সামনের জমিটা আসলে কার।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

আরো পড়ুন.....

greenaronno.com

themes052459
© All rights reserved © 2018 মুক্তকণ্ঠ
Theme Download From Bangla Webs