ষ্টাফ রিপোর্টারঃ- ময়মনসিংহের ভালুকায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা শাহানাজ বেগম (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ জানায়, উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বান্দিয়া গ্রামের আমিনুল ইসলাম পাঠানের স্ত্রী শাহানাজ বেগম বুধবার রাতে খাবার খেয়ে তার নিজ ঘরে এবং শ্বাশুরী সামিরুন নেছা পাশের রুমে ঘুমাতে যায়। রাতের কোন এক সময় শাহানাজ বেগম তার গলায় ওড়না পেচিয়ে ঘরের আড়ার সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। মৃত শাহানাজের শ্বাশুরী সকালে ঘুম থেকে উঠে শাহানাজকে ঝুলতে দেখে ডাক চিৎকার শুরু করে। এ সময় প্রতিবেশীরা এসে বাড়ীতে ভীড় জমায়।পরে ভালুকা মডেল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে শাহানাজের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন জানান, এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.