কামরুল ইসলাম, ভালুকা ময়মনসিংহ থেকেঃ-ময়মনসিংহের ভালুকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহার করা একটি মাইক্রোবাসও জব্দ করা হয়।
গ্রেফতার দুই মাদক কারবারি হলেন আব্দুল মোতালেবের ছেলে আব্দুল আউয়াল (৩০) ও মোঃ হোসেন আলির ছেলে মজিবর হোসেন (৩০)। দুজনেই ভালুকার হবিরবাড়ি ইউনিয়নের সিডস্টোর গ্রামের বাসিন্দা। মাইক্রোবাসে করে গাঁজা নিয়ে তারা নান্দাইল উপজেলায় যাচ্ছিল বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১৪ ময়মনসিংহ কার্যালয়ের মিডিয়া অফিসার আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে ভালুকার বিরুনিয়ায় রাস্তায় চেকপোস্টে মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালিয়ে তাদের দুজনকে গাঁজাসহ আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিল।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.